গত ১০ ডিসেম্বর কাজী সালাউদ্দিন চার বছরের ক্যালেন্ডার ঘোষণা করেছেন। দেড় মাস পর ওই ক্যালেন্ডারের ফলোআপ ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন বাফুফে সভাপতি।
সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি জানান, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ প্রমীলা ফুটবল দল জাপানের জে গ্রিন সাকাই টুর্নামেন্ট খেলেছে। এই টুর্নামেন্টে বিভিন্ন আন্তর্জাতিক ও জাপানিজ একাডেমির বেশ কয়েকটি প্রমীলা দল অংশগ্রহণ করে। বর্তমানে অনূর্ধ্ব-১৬ মেয়েরা জেএফএ ন্যাশনাল সেন্টারের আওতায় ওসাকায় ড্রিম ক্যাম্পে অবস্থান করছে। এর মাধ্যমে জে লিগের পেশাদার ক্লাবগুলোর খেলোয়াড়দের পাশাপাশি জাপানের জাতীয় পুরুষ ও নারী দলের সদস্যদের সংস্পর্শে কিছুদিন কাটাতে পারবে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। বলাই বাহুল্য, বাংলাদেশ প্রমীলা জাতীয় দলের ভবিষ্যত হিসেবে বিবেচিত এই মেয়েদের জন্য এ অভিজ্ঞতা বেশ কাজে আসবে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, ইতোমধ্যেই সফরে নিজেদের প্রস্তুতি ম্যাচে সাকাই একডেমিকে ২-১ গোলে হারিয়েছে আমাদের মেয়েরা। ফুটবল উন্নয়নের তৃতীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম বেশি করে আয়োজন করা হবে। এক্ষেত্রে ২০১৭-এর সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইপর্বকে মূল লক্ষ্য রেখে সব পরিকল্পনা সাজানো হয়েছে। ’
তিনি আরও জানান, ‘কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এ পর্যায়ের প্রতিযোগিতায় এটিই জাতীয় নারী দলের সেরা সাফল্য। ফাইনালের আগ পর্যন্ত অপরাজিত থাকা কিংবা গ্রুপ পর্যায়ে শক্তিশালী ভারতের সঙ্গে গোলশূন্য ড্র এই দলটির সামর্থ্য ও দৃঢ় মানসিকতা প্রকাশ করে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাইনালের আগ পর্যন্ত এ দলটি একটি গোলও খায়নি এবং ফাইনালেও তাদের পারফরম্যান্স প্রশংসনীয় ছিল। দলটির মূল একাদশের আটজনই অনূর্ধ্ব ১৬ দলের সদস্য যা আমাদের ভবিষ্যতে আরো শক্তিশালী জাতীয় দল গড়ার স্বপ্ন দেখাচ্ছে। ’
মালয়েশিয়ার সুপার মখ কাপ প্রসঙ্গে তিনি জানান, ‘মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মখ কাপে অনূর্ধ্ব ১৪ ছেলেদের সাফল্য আমাদের জন্য গৌরব বয়ে এনেছে। প্রতিযোগিতার প্লেট পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলটি বিশ্ব ফুটবলের পরাক্রমশালী কয়েকটি দলকে হারায়। গত সপ্তাহে আমি নিজ বাসায় দাওয়াত দিয়ে এই অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ মেয়ে দলকে অভিনন্দন জানিয়েছি, যাতে করে তারা ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা পায়। ’
ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য এই প্রতিভাবন খেলোয়াড়দের সঠিক ভাবে পরিচর্যা করাটা বর্তমানে অন্যতম প্রধান লক্ষ্য বলেও জানান সালাউদ্দিন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৭
এমআরপি