ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগেরহাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগেরহাট শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগেরহাট-ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত তৃতীয় শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাগেরহাট জেলা দল।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে রাজশাহীর এএইচ এম কামরুজ্জামান স্মৃতি সংসদকে ১-০ গোলে পরাজিত করে বাগেরহাট।

খেলার প্রথমার্ধে ইয়কো বাগেরহাটের পক্ষে বিজয় সূচক গোলটি করেন।

খেলা শেষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন অতিথি হিসেবে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রমুখ।

টুর্নামেন্টে রাজধানীর দু’টিসহ ১১টি জেলা দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।