ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের বড় জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের বড় জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত বসুন্ধরা সিমেন্ট বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড জয় পেয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শেখ রাসেল ৪-১ গোলের ব্যবধানে শুভ সকাল এসসি চুয়াডাঙ্গাকে পরাজিত করে।

শেখ রাসেলের পক্ষে খেলার ১৫ মিনিটে রাব্বি, দ্বিতীয়ার্ধে জুলফিকার ও রানা একটি করে গোল করেন।

রাব্বি আরও একটি গোল করেন। চুয়াডাঙ্গার পক্ষে প্রথময়ার্ধের ২১ মিনিটে একমাত্র গোলটি করেন সাদ্দাম। সেরা খেলোয়ার নির্বাচিত হন শেখ রাসেলের রাব্বি।

০৩ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে নূর ইসলাম ফুটবল একাডেমি, যশোর।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমজেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় বসুন্ধরা সিমেন্ট-এর পৃষ্ঠপোষকতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্ট-এর আয়োজন করেছে।

আয়োজক সংগঠন আছাদুজ্জামান ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান লাজুক জানান, টুর্নামেন্টে দেশ সেরা ১২ টি ফুটবল দল অংশ নিয়েছে। ১২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গত ২০ জানুয়ারি ক্রিড়া উপমন্ত্রী আরিফ খান জয় এ টুনামেন্টের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।