ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ক্যাসিয়াসের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
ক্যাসিয়াসের নতুন ইতিহাস নতুন উচ্চতায় ইকার ক্যাসিয়াস/ছবি: সংগৃহীত

স্পোর্টিং লিসবনের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ইকার ক্যাসিয়াস। গোলরক্ষক হিসেবে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ আইকন।

আন্দোনি জুবিজারেতার ৯৫৯ ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছেন ক্যাসিয়াস। সবশেষ ম্যাচটিতে ইনজুরি সময়ে দর্শনীয় সেভে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেন তিনি।

ঘরের মাঠে ২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে পোর্তো। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭। দুই পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা বেনফিকা।

বর্ণাঢ্য ক্যারিয়ারে রিয়ালে ৭২৫, স্পেনের জার্সিতে ১৬৭ ও পোর্তোর হয়ে এখন পর্যন্ত ৬৮টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী ক্যারিয়াস। সব মিলিয়ে ৯৬০। ২০১৫ সালের জুলাইয়ে বার্নাব্যু অধ্যায়ের (১৯৯৯-২০১৫) ইতি টেনে পর্তুগালে পাড়ি জমান বিশ্বকাপ জয়ী এ কিংবদন্তি গোলরক্ষক।

এদিকে, গোল হজম করার পরিসংখ্যানেও জুবিজারেতার চেয়ে এগিয়ে ক্যাসিয়াস। এখন পর্যন্ত প্রতিপক্ষের খেলোয়াড়দের সামনে ৮৯৮ বার পরাস্ত হয়েছেন তিনি। খেলোয়াড়ী জীবনে অ্যাথলেতিক বিলবাও, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও ন্যাশনাল টিমের হয়ে ৯০৬টি গোল হজম করেন ৫৫ বছর বয়সী জুবিজারেতা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।