শিরোপা নির্ধারণী ম্যাচে গ্যাবনের লিবরেভিল স্তাদে ডি’অ্যানগোনজে স্টেডিয়ামে মুখোমুখি হয় মিশর ও ক্যামেরুন। তবে শুরুতেই লিড পায় সর্বশেষ ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়া মিশর।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ক্যামেরুন। ফলে ম্যাচে খুব দ্রুতই ফিরতে পারে দলটি। ৫৯ মিনিটে বেনজামিন মোকানদিজো বিলের সহায়তায় নিকোলাস এন’কলু গোল করলে সমতা পায় ক্যামেরুন।
এদিকে খেলার প্রায় শেষ দিকে নাটকীয়তা প্রকাশ পায়। ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে মিশর শিবিরকে চুপ করিয়ে দেন ক্যামেরুন ফুটবলার পাতে আবুবকর। সিবাস্তেইন সিয়ানির অ্যাসিস্টে গোলটি করেন তিনি। আর তার এই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ক্যামেরুন।
এদিনের ট্রফির জয়ের ফলে ১৫ বছর পর শিরোপা উদ্ধার করলো ক্যামেরুন। সর্বশেষ ২০০২ সালে সেনেগালের বিপক্ষে জিতেছিল দলটি। প্রতি দুই বছর পর অনুষ্ঠিত অ্যাফকন কাপ আগামীবার আয়োজন করবে ক্যামেরুনই।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস