ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মায়ের সঙ্গে জন্মদিন পালন রোনালদোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
মায়ের সঙ্গে জন্মদিন পালন রোনালদোর মায়ের সঙ্গে জন্মদিন পালন রোনালদোর-ছবি:সংগৃহীত

নিজের জন্মদিনের কেকটা মায়ের সঙ্গে কাটলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার (৫ ফেব্রুয়ারি) ৩২ বছরে পা দেন পর্তুগিজ অধিনায়ক। ক্লাবের খেলার বিরতিতে ছোট পরিসরে পরিবারের সঙ্গেই উদযাপনটা সেরে নিলেন তিনি।

চতুর্থবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর মা ডালোরেস ছেলের ৩২তম জন্মদিনের উৎসবের ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। জন্মদিনের কেক, ছেলে আর নাতির সঙ্গে তোলা ছবির ক্যাপশনে লিখেছেন জন্মদিনের ‘শুভেচ্ছা’।

রিয়াল মহাতারকা এদিন সেলিব্রেশনের সময়টাও পেয়ে গিয়েছেন অদ্ভুত ভাবে। রিয়াল মাদ্রিদের রোববার খেলার কথা ছিল সেল্টা ভিগোর বিপক্ষে। কিন্তু ম্যাচের আগে প্রবল ঝড়ে সেল্টার স্টেডিয়াম রিও অ্যালটো বালাইদোসের ছাদের কিছু অংশে ক্ষতি হয়।  

ফলে দর্শকদের নিরাপত্তার কারণেই ক্ষতি হওয়া ছাদের মেরামত না হওয়া পর্যন্ত ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এই সুযোগে পর্তুগাল তারকাও পেয়ে গিয়েছেন উৎসব পালনের সময়।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।