ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাগুরাকে হারিয়ে সেমিতে মোহামেডান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
মাগুরাকে হারিয়ে সেমিতে মোহামেডান মাগুরাকে হারিয়ে সেমিতে মোহামেডান

মাগুরা: মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রোববার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট-এর চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ২-০ গোলের ব্যবধানে স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমিকে পরাজিত করেছে।

প্রথমার্ধের ২৫ মিনিটে মোহামেডানের বিশ্বনাথ ঘোষ ও দ্বিতীয়ার্ধের ৩৫ মিটিটে স্টাফিন দলের পক্ষে একটি করে গোল করেন।

উত্তেজনা ছড়ানো ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দর্শকদের ভালো পারফর্ম উপহার দেন।

তবে মোহামেডানের সাথে সমানতালে আক্রমণ শানিয়েও ফিনিশিংয়ের অভাবে মাগুরা আছাদুজ্জামান একাডেমির ফুটবলাররা কাঙ্খিত গোলের দেখা পাননি।

আয়োজক সংগঠন আছাদুজ্জামান ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান লাজুক জানান, টুর্নামেন্টে আগামী ০৯ ফেব্রুয়ারি প্রথম সেমিতে শেখ রাসেলের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান। ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে নৌ-বাহিনীর সাথে খেলবে ঢাকা আবাহনী লিমিটেড। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় বসুন্ধরা সিমেন্ট-এর পৃষ্ঠপোষকতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্ট-এর আয়োজন করেছে। গত ২০ জানুয়ারি ক্রিড়া উপমন্ত্রী আরিফ খান জয় এ টুনামেন্টের উদ্বোধন করেন। দেশ সেরা ১২ টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।