প্রথমার্ধের ২৫ মিনিটে মোহামেডানের বিশ্বনাথ ঘোষ ও দ্বিতীয়ার্ধের ৩৫ মিটিটে স্টাফিন দলের পক্ষে একটি করে গোল করেন।
উত্তেজনা ছড়ানো ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দর্শকদের ভালো পারফর্ম উপহার দেন।
আয়োজক সংগঠন আছাদুজ্জামান ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান লাজুক জানান, টুর্নামেন্টে আগামী ০৯ ফেব্রুয়ারি প্রথম সেমিতে শেখ রাসেলের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান। ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে নৌ-বাহিনীর সাথে খেলবে ঢাকা আবাহনী লিমিটেড। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় বসুন্ধরা সিমেন্ট-এর পৃষ্ঠপোষকতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্ট-এর আয়োজন করেছে। গত ২০ জানুয়ারি ক্রিড়া উপমন্ত্রী আরিফ খান জয় এ টুনামেন্টের উদ্বোধন করেন। দেশ সেরা ১২ টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি