এনরিক জানান, মেসি, জর্দি আলবা ও স্যামুয়েল উমতিতি সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্বাভাবিক খেলাটাই খেলবে। ফাইনালে খেলতে হলে ফাউল এড়িয়ে চলতে হবে তাদের।
এই আসরের নিয়ম অনুযায়ী একজন ফুটবলার যদি তিন ম্যাচে হলুদ কার্ড পায় তবে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। আর ওপেরর তিন ফুটবলারই ইতোমধ্যে দুটি করে হলুদ কার্ড দেখেছেন। এই কঠিন শঙ্কার মধ্যেই মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামবে বার্সা।
দ্বিতীয় লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে খেলতে নামবে কাতালানরা। যেখানে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতে এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় লেগে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না আরেক তারকা নেইমার। কারণ প্রথম লেগে আসরের তৃতীয় হলুদ কার্ড দেখেছেন ব্রাজিল সেনসেশন।
এদিকে হয়তো প্রথম একাদশেই মাঠে নামবেন মেসি, আলবা ও উমতিতি। আর এনরিক আশা করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যাতে করে তাকে চিন্তার মধ্যে পড়তে হয়, ‘এই ফুটবলাররা পরিস্থিতি খুব ভালো করেই জানে। আমার মনে হয় না খেলায় এ ধরনের কোনো প্রভাব পড়বে। আমাদের প্রধান লক্ষ্যই থাকবে অ্যাতলেটিকোকে হারানো ও ফাইনাল নিশ্চিত করা। ’
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস