শেষ মুহূর্তে একটি ক্লাব বাংলাদেশে আসতে পারবে না বলে জানিয়ে দেওয়ায় ড্র’র অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে একটি দল খোঁজ করে আয়োজক কমিটি।
চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া জমজমাট এই টুর্নামেন্টের ড্র সম্পন্ন হবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। আট দলের অংশগ্রহণে চট্টগ্রামে আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ।
শেষ মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না বলে আয়োজকদের জানিয়ে দেয় ফিলিপাইনের ফুটবল ক্লাব স্টালিন এফসি। তাদের বিকল্প হিসেবে এই টুর্নামেন্টে খেলতে আসছে কিরগিজস্তানের একটি ক্লাব।
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নেবে বাংলাদেশের তিনটি দল। ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী খেলবে বাংলাদেশের প্রতিনিধি হয়ে। কিরগিজস্তানের ক্লাবটি ছাড়াও অন্য বিদেশি দল হলো দক্ষিণ কোরিয়ার এফসি পোশেন, নেপালের মানাং মার্সিয়াংদি, আফগানিস্তানের শাহিন আসমাই ও মালদ্বীপের টিসি স্পোর্টস।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি