ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফাইনালে বার্সার প্রতিপক্ষ আলাভেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ফাইনালে বার্সার প্রতিপক্ষ আলাভেস বার্সা ও আলাভেস-ছবি:সংগৃহীত

স্প্যানিশ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা দেল রে’র ফাইনালে দ্বিতীয় দল হিসেবে জায়াগা করে নিয়েছে আলাভেস। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ক্লাবের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠা আলাভেস।

আগামী মে মাসে ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে দু’দল। এ নিয়ে টানা চতুর্থবারের মতো আসরটির ফাইনালে নিজেদের জায়গা করে নিল বার্সা।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আলাভেস। এর আগে সেল্টার মাঠে প্রথম লেগটি গোলশূন্য ড্র হয়েছিল। অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছায় এনরিক শিষ্যরা।

ফাইনালে খর্বশক্তির আলাভেসের বিপক্ষেই মাঠে নামবে কাতালানরা। তবে সতর্ক থাকতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কেননা লা লিগার ম্যাচে মৌসুমের শুরুতেই ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে এই দলটির বিপক্ষেই ২-১ ব্যবধানে হেরেছিল মেসিরা।

কোপার ফাইনালের আগেই অবশ্য দু’দলের আরও একবার দেখা হয়ে যাচ্ছে। আগামী শনিবার রাতে আলাভেসের মাঠে লিগের ম্যাচে খেলতে নামবে বার্সা।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।