ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা বঙ্গবন্ধু কাপ ফুটবল

সেমিতে শেখ রাসেলের বিদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
সেমিতে শেখ রাসেলের বিদায় বসুন্ধরা বঙ্গবন্ধু কাপ ফুটবলের সেমিতে শেখ রাসেলের বিদায়/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বসুন্ধরা বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনালে শেখ রাসেল স্পোটিং ক্লাবকে ট্রাইবেকারে ৭-৬ গোলের ব্যবধানে হারিয়ে তারা ফাইনালের টিকিট পায়।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে শেখ রাসেলের বিদেশি খেলোয়াড় দাউদার গোল করে দলকে এগিয়ে নেন। এক গোল করে শেখ রাসেলের খেলোয়াড়েরা আরো উজ্জ্বীবিত হয়ে গতিময় ফুটবল খেলতে থাকেন।

তার ফলাফল পান ১৮ মিনিটে। সংঘবদ্ধ আক্রমণে নাসির শেখ রালের পক্ষে দ্বিতীয় গোল করে ২-০ ব্যবধানের লিড এনে দেন।

এর পর ‘বিতর্কিত রেফারিং’ নিয়ে শেখ রাসেলের খেলোয়াড়, কর্মকর্তারা উত্তেজনায় জড়িয়ে পড়েন। মোহমেডানের এক খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার দাবিতে করা মাঠের এ উত্তেজনা গ্যালারীতে উপস্থিত কমপক্ষে হাজার পাঁচেক দর্শকের মাঝে ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় ২০ মিনিটে শেখ রাসেলের ডি-বক্সে জটলায় মধ্যে বাঁ পায়ের টোকায় মোহামেডানের পক্ষে সজীব একটি গোল পরিশোধ করেন। এ গোলের মাধ্যমে খেলায় ফেরে তারা। নির্ধারিত সময়ের ঠিক আগ মুহূর্তে মোহামেডানের অধিনায়ক সবুজ গোল করে সমতা ফেরান।

পরে ভাগ্য নামক ট্রাইব্রেকারে ৭-৬ গোলে মোহামেডান জয়ী হয়। সেরা খোলোয়াড় নির্বচিত হন তাদের দলপতি সবুজ। পুরো ম্যাচ জুড়ে দুই দলের একাধিক খেলোয়াড় কে হলুদ কার্ড দেখান রেফরি।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বসুন্ধরা সিমেন্ট-এর পৃষ্ঠপোষকতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্ট-এর আয়োজন করেছে। গত ২০ জানুয়ারি ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় টুনামেন্টের উদ্বোধন করেন। দেশসেরা ১২টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।