আগামী ৯ জুন (শুক্রবার) ভিক্টোরিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পা রাখবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে খেলা শুরু হবে।
নতুন কোচ তিতের অধীনে ব্রাজিল গ্লোবাল ট্যুরের প্রথম অফিসিয়াল ম্যাচই আর্জেন্টিনার বিপক্ষে। গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপ বাছাইপর্বে টানা ছয়টি জয়ে দুর্দান্ত সময় পার করছে তিতের শিষ্যরা।
আরও পড়ুন... আর্জেন্টিনার জার্সিতে সিঙ্গাপুর মাতাবেন মেসি
সবশেষ গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ঘরের মাঠ বেলো হরিজন্তে নেইমার, কুতিনহো ও পাউলিনহোর গোলে ৩-০ ব্যবধানের উড়ন্ত জয় তুলে নেয় পেলের উত্তরসূরিরা।
সবশেষ ব্রাজিল গ্লোবাল ট্যুরের সাক্ষাতেও ব্রাজিলের জয়জয়কার। ২০১৪ সালের অক্টোবরে চীনের বেইজিংয়ে লিওনেল মেসিদের ২-০ গোলে হারিয়ে সুপারক্লাসিকোর তৃতীয় আসরের শিরোপা উল্লাসে মেতেছিল সেলেকাওরা। এর মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ ইভেন্টটি প্রথমবারের মতো বিদেশের মাটিতে অনুষ্ঠিত হয়। অবশ্য, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ম্যাচটি সুপারক্লাসিকো টাইটেল বহন করছে না।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম