ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বৃত্ত পূরণ করলো আলগা এফসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বৃত্ত পূরণ করলো আলগা এফসি বৃত্ত পূরণ করলো আলগা এফসি

আর মাত্র ছয় দিন পরেই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আসর। আটটি দল নিয়ে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও মাঝপথে ফিলিপাইনের স্ট্যালিয়ন এফসি অপারগতা জানায়। সেই বৃত্ত পূরণ করলো কিরগিজস্তানের আলগা এফসি।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া শেখ কামাল টুর্নামেন্ট চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়ে চলবে ৪ মার্চ পর্যন্ত।

এবারের আসরে বাংলাদেশের তিনটি ক্লাব- স্বাগতিক চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

এছাড়া দক্ষিণ কোরিয়ার তৃতীয় বিভাগের দল এফসি পোশেন, নেপালের মানাং মার্শিয়াদিং, মালদ্বীপের টিসি স্পোর্টস এবং আফগানিস্তানের শাহিন আসমায়ে খেলবে।

টুর্নামেন্টে খেলার কথা ছিল ফিলিপাইনের স্ট্যালিয়ন এফসিরও। খেলতে আসতে অপরাগতা জানালে সমস্যায় পড়ে আয়োজকরা। পরে অষ্টম দল হিসেবে আলগা এফসি আগ্রহ দেখায়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।