ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিঙ্গাপুর যাচ্ছে জাতীয় নারী ফুটবল দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
সিঙ্গাপুর যাচ্ছে জাতীয় নারী ফুটবল দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের উন্নয়নের জন্য আরেকটি পথ খুলছে। নিজেদের উন্নতির জন্য সিঙ্গাপুরে দুটি প্রস্ততি ম্যাচ খেলতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দল। তবে এই দলের সঙ্গে সিনিয়র চারজন খেলবেন।

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে দুটি ম্যাচ খেলবে এই নারী দল।

মালয়েশিয়া ও সিঙ্গাপুর পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে থাকবে বলে জানানো হয়।

সোমবার বিকেলে বাফুফের সভাকক্ষে ওয়ালটনের সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের অফিসিয়াল সাইনিং উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে কবে, কোন ম্যাচ, কার সঙ্গে অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত হয়নি।

এ সময় বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ফেডারেশনের মিডিয়া ম্যানেজার অাহসান আহমেদ অমিত, ওয়ালটনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরেরর উদ্দেশে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে জাতীয় নারী ফুটবল দল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।