ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দিন যায়, মাস যায়, কোচ আসে না!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
দিন যায়, মাস যায়, কোচ আসে না! বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ ঘোষণায় বিলম্ব/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

জানুয়ারি ফুরিয়ে ফেব্রুয়ারির মাঝপথে চলে এসেছে, এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে জাতীয় ফুটবল দলের কোচ ঘোষণা। এখনও চলছে আলোচনা, চলছে পরীক্ষা-নিরীক্ষা। তবে কবে কোচ ঘোষণার মীমাংসা হবে তাও জানে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)!

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বাংলানিউজকে এ তথ্য দেন।

তিনি জানান, 'কোচ নিয়ে এখনও কনক্রিট কোন সিদ্ধান্তে পৌঁছায়নি বাফুফে।

এখনও আলোচনা চলছে। বিভিন্ন দেশি-বিদেশি কোচের সিভি নিয়ে আলোচনা চলছে। '

আসন্ন শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল ক্লাব কাপ-২০১৭ নিয়ে আপাতত বাফুফের চিন্তাভাবনা। এর মধ্যেই প্রধান কোচ নির্ধারণ করতে পারে তারা।

ইতোমধ্যে ফুটবলারদের নিয়ে বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্পেইনও শেষ হয়েছে, এরপরই খেলোয়াড়রা ব্যস্ত সময় পার করবেন আসন্ন শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে। তার পরেই আছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। তারপরেই আছে সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু, লাল সবুজ ফুটবল দলের পরবর্তী অভিভাবক কে হচ্ছেন তা এখনও নির্ধারণ করেনি দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে গত মাসের ১৭ তারিখে প্রধান কোচের নাম ঘোষণার কথা থাকলেও করেনি বাফুফে'র ন্যাশনাল টিমস কমিটি। প্রধান কোচ ছাড়াই শেষ হয়েছে জাতীয় দলের ফুটবলারদের প্রস্তুতি।

স্থানীয় কোচ সৈয়দ গোলাম জিলানীর সঙ্গে কোচিং স্টাফ হিসেবে রয়েছেন দুই বিদেশি- জন হোয়াইট (স্ট্রেন্থ এ্যান্ড কন্ডিশনিং কোচ) ও রায়ান ডেভিড স্ট্যামফোর্ড (গোলরক্ষক কোচ)। ক্যাম্পের সমম্বয়ক হিসেবে রয়েছেন বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু এবং টিম অফিসিয়াল আমিরুল ইসলাম বাবু।

জাতীয় দলের কোচ নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। এ নিয়ে এখনও আলোচনা চলছে। দেশি কোচই প্রাধান্য পেতে পারে বলে গুঞ্জন চাউর হয়েছে বাফুফে পাড়ায়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।