ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পুলিশি জিজ্ঞাসাবাদে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
পুলিশি জিজ্ঞাসাবাদে ম্যারাডোনা বান্ধবী অলিভার সঙ্গে ম্যারাডোনা (ডানে)-ছবি:সংগৃহীত

বিতর্ক আর ম্যারাডোনা যেন একই নাম। একটির পর একটি দুর্ঘটনা ঘটিয়ে সংবাদের শিরোনাম হন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার বান্ধবীর সঙ্গে বাজে আচরণের ‍অভিযোগ স্প্যানিশ পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হলো তাকে।

আন্তর্জাতিক বড় প্রায় সব গণমাধ্যমই এই খবরটি প্রকাশ করেছে।

বুধবার সকালে দিয়েগো ম্যারাডোনার হোটেল রুম থেকে পুলিশের কাছে ফোন করা হয়েছিল।

যেখানে বিশ্বকাপ জয়ী তারকা তার বান্ধবী রোসিও অলিভার সঙ্গে আছেন। এবিসি নিউজে বলা হয়, বুধবার সকাল স্থানীয় সময় ৮টা ৩০’এ ২৬ বছর বয়সী অলিভা পুলিশকে ফোন করে। যেখানে তিনি অভিযোগ করেন, আক্রমণের শিকার হয়েছেন।

পরে মাদ্রিদের হোটেল ইউরোস্টার্স সুইটস মিরাসিয়েরাতে আসে পুলিশ। আর অলিভা জানা তার ৫৬ বছর বয়সী বাগদত্তার সঙ্গে ‘উত্তপ্ত বাক্য বিনিময়’ হয়।

দু’জনই হোটেলে প্রায় দুই ঘণ্টা পরে ফিরে আসেন। পুলিশ কোনো ইনজুরির চিহ্ন খুঁজে পায়নি। আর কারও বিরুদ্ধে কোনো মামলাও করা হয়নি।

নিজের সাবেক ক্লাব নাপোলির খেলা দেখতেই বর্তমানে মাদ্রিদে অবস্থান করছেন ম্যারাডোনা। অাজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে খেলতে নামবে নাপোলি। নিজের ক্যারিয়ারে ইতালিয়ান জায়ান্ট নাপোলির হয়েই সু-সময় কাটিয়েছিলেন ম্যারাডোনা। প্রায় ২০০ ম্যাচ খেলা দলটির হয়ে জিতেছিলেন দুটি সিরিআ লিগ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।