ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নাটোরে অনূর্ধ্ব-১৬ স্কুল ফুটবল লীগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
নাটোরে অনূর্ধ্ব-১৬ স্কুল ফুটবল লীগ শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরঃ নাটোরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৬ স্কুল ফুটবল লীগ শুরু হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিনা খাতুন উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লুৎফর রহমান আনন্দ, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ অন্যরা।

খেলায় জেলার ৮টি স্কুল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী  দিনে নাটোর মহারাজা জেএন স্কুল এন্ড কলেজ ও ধরাইল আইএম স্কুল অংশ নেয়। খেলায় গোলশূন্য ড্র হয়। খেলাটি রেফারির দায়িত্বে ছিলেন বাবুল আক্তার, আনোয়ার হোসেন ও শহিদুল ইসলাম।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বাংলানিউজকে জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি লীগের শেষ খেলা এবং ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।