বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাফুফের সভাপতি বরাবর আবেদন পত্র নিয়ে ফুটবল ভবনে গিয়েছিলেন তিনি। কিন্তু বাফুফের হিসাব বিভাগ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, মনি বেগমের পাওনা দেনা নিয়ে ফেডারেশনের সভায় আলোচনা হওয়ার পরেই সিদ্ধান্ত নেয়া হবে।
ফুটবল ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ‘আমার এই সংকটময় মুহূর্তে পাওনা টাকাগুলো পেলে চিকিৎসাটা চালানো যেতো। বাফুফের উপরমহলের ইঙ্গিতে বেতনভুগী সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আমার সঙ্গে যে আচরণ করেছেন তার বিচারের ভার আমি আল্লাহর দরবারে দিয়ে রাখলাম। ’
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমআরএম
আরও পড়ুন...
** পাওনা ফিরে পাবেন মনি বেগম
** মনি বেগমের অবস্থা সংকটাপন্ন, মুখে কুলুপ এঁটেছে বাফুফে