ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আরেকটি মাইলফলকে ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরেকটি মাইলফলকে ইনিয়েস্তা লা লিগায় ৪০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা/ছবি: সংগৃহীত

বার্সেলোনার জার্সিতে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। লেগানেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪০০টি লিগ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন স্প্যানিশ আইকন। লা লিগায় বার্সার সর্বকালের সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার তালিকায় জাভি হার্নান্দেজের পরেই ইনিয়েস্তা।

স্বদেশী জাভিকে ছুঁতে অবশ্য আরো লম্বা পথ পাড়ি দিতে হবে ইনিয়েস্তাকে। দু’বছর আগে ন্যু ক্যাম্প অধ্যায়ের ইতি টানার আগে ৫০৫টি লিগ ম্যাচ খেলেন ৩৭ বছর বয়সী এ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার।

...লুইস ফন গাল কোচ থাকাকালীন ২০০২ সালে মালোর্কার বিপক্ষে ইনিয়েস্তার লা লিগায় অভিষেক ঘটে। ২০০৫ সালে প্রথম লিগ শিরোপা উঁচিয়ে ধরেন। ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে টানা দুই মৌসুমে ঘরোয়া টাইটেল জেতেন।

চারশ’ ম্যাচে সতীর্থদের দিয়ে অসংখ্য গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি নিজে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩৪ বার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৬১৪টি ম্যাচ খেলেছেন। আটটি লিগ শিরোপা, চারটি কোপা দেল রে ও চারচার চ্যাম্পিয়নস লিগের ট্রফি উল্লাসে মাতেন আন্দ্রেস ইনিয়েস্তা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।