২০০৪ সালে অভিষেকের এখন পর্যন্ত ৫৬৫ ম্যাচ খেলেছেন মেসি। বেশিরভাগ ম্যাচেই জয় উদযাপন করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
বলা বাহুল্য, মেসির সবচেয়ে প্রিয় শিকার অ্যাতলেতিকো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে ২৬টি গোল করেছেন। এর পরেই রিয়াল মাদ্রিদ (২১) ও সেভিয়া (২১)। ২০১৭ সালে এরই মধ্যে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন। বর্তমানে শুধুমাত্র লা লিগা নয়, ইউরোপের নাম্বার ওয়ান গোলস্কোরার তিনি। যথাক্রমে ১৯, ৩৩।
আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) অ্যাতলেতিকোর মুখোমুখি হবে বার্সা। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। অ্যাতলেতিকোর বিপক্ষে জয়হীন থাকলে ঘরের মাঠে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি।
বার্সার পরের তিনটি ম্যাচই ন্যু ক্যাম্পে। ঘরোয়া লিগে স্পোর্টিং গিজন, সেল্টা ভিগোর পর চ্যাম্পিয়নস লিগের বাঁচা-মরার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে কাতালানরা। প্যারিসে অনুষ্ঠিত শেষ ষোলোর লেগে ৪-০ গোলে হারের লজ্জায় ডোবে স্প্যানিশ জায়ান্টরা।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম