ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সঠিক পরিবেশ মেসিকে বিশ্বকাপ জেতাবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
সঠিক পরিবেশ মেসিকে বিশ্বকাপ জেতাবে ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সাবেক কোচ আলেজান্দ্রো স্যাবেলা নিজ দেশের হয়ে লিওনেল মেসির জ্বলে উঠার আশায় আর মেসির সেরা খেলা উপহার দেয়ার জন্য সঠিক পরিবেশ চেয়েছিলেন। এবার মেসির জন্য সঠিক পরিবেশের কথা জানালেন বর্তমান কোচ এদগার্দো বাউজা। সঙ্গে এটিও জানিয়ে রাখলেন আর্জেন্টিনা পরের বিশ্বকাপে মেসির হাতে বিশ্বশিরোপা দেখায় অপেক্ষায় থাকবে।

মেসির খেলার ধরন নিয়ে সমালোচনা হওয়াতেও হতবাক বাউজা। যা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে বলে মনে করেন আর্জেন্টাইন এই কোচ।

মেসির সমালোচনার কারণে বাউজা নিজেও দলের সেরা খেলোয়াড়কে সেরা মুহূর্তে দেখার জন্য আত্মবিশ্বাসী এই আর্জেন্টাইন কোচ জানান, ‘মেসিকে তার নিজের মতো খেলার সঠিক পরিবেশ দিতে হবে। বার্সেলোনায় সে দারুণ সময় পার করছে। তার পরিবার নিয়ে সে ওখানেই সুখি। আর এটাই স্বাভাবিক মেসির জন্য। যখন তাকে ভালো পরিবেশে আর সুখি জীবনযাপনের সুযোগ দেবেন, তখনই মেসি সেরাটা নিয়ে হাজির হবে। ’

৫৯ বছর বয়সী আর্জেন্টাইন কোচ আরও জানান, ‘মনোবল মেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ অবয়ব। একজন ফুটবলার তখনই খুশি থাকে, যখন সে নিজের মতো খেলতে পারে আর জিততে পারে। মেসি এমন একজন ফুটবলার যে মাঠে কখনোই বিশ্রাম চায় না, এগিয়ে যেতে চায় আর সব কিছুই পেতে চায়। ’

বাউজা আরও যোগ করেন, ‘বার্সায় মেসি ঠিক আছে কিন্তু আমরা আর্জেন্টাইনরাও সবাই চেষ্টা করবো তাকে সর্বোচ্চ সাহায্য করতে। তার দরকার সমালোচনাবিহীন একটি শান্ত পরিবেশ, যাতে সে সুখি থাকতে পারে। আমি মনে করি আমরা তাকে সেটি দিতে পারবো। ’

মেসি আর্জেন্টিনার হয়ে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে মাঠে নেমেছিল। প্রথম দুইবার দলকে তেমন কোন সাহায্য করতে পারেননি আর্জেন্টিনার বিস্ময়কর এই ফুটবলার। দেশের জার্সি গায়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপে দলকে একাই টেনে তুলেছিলেন ফাইনালে। তবে, সেবারও শিরোপা পাওয়া হয়নি। পরের বছর চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরেও দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হেরে আশাভঙ্গ হয় মেসির। কোপা আমেরিকার শতবর্ষী আসরে আবারো চিলির বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয় মেসি বাহিনী। অভিমানে এরপর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার এই খুদে জাদুকর। নতুন কোচ হিসেবে এসে অভিমান ভাঙ্গিয়ে আবারো জাতীয় দলে ফেরান মেসিকে।

দেশের জার্সিতে মেসির কোনো শিরোপা নেই-এমন সমালোচনার বিরুদ্ধে কঠোর ২০১৬ সালের আগস্ট থেকে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব পালন করা বাউজা জানান, ‘কিছু কিছু লোক মেসির আন্তর্জাতিক শিরোপা নেই বলে তাকে বিশ্বসেরা বলতে পিছপা হন। এটা ঠিক আর্জেন্টিনার হয়ে মেসির কোনো মেগা শিরোপা নেই। তাই বলে মেসি বিশ্বসেরা ফুটবলার নয়, এটা মানা কঠিন। মেসিকে দলের সেরা অস্ত্র ধরেই আমরা পরের বিশ্বকাপে নামবো। চেষ্টা করবো তার হাতে বিশ্ব শিরোপা দেখার। তখন হয়তো কারো বলতে দ্বিধা থাকবে না-মেসিই ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার। ’

এদিকে, মেসির বার্সা ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলেই দাবি করেছেন ক্লাবের প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেউ। তিনি জানান, ‘মেসি কয়েক মাস আগেই বলেছে, ইউরোপে বার্সাই তার শেষ ক্লাব। সে বার্সার হয়ে ইউরোপে ক্যারিয়ার শেষ করতে চায়। ’

২০১৮ সালে বার্সার সাথে মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। বাউজা জানান, ‘এরপর মেসি কোথায় থাকবে সেটি সেই জানে। অদূর ভবিষ্যতে বার্সা, ম্যানচেস্টার সিটি যেখানেই মেসি খেলুক না কেন, এটা পুরোপুরি তার সিদ্ধান্ত। আমি শুধুমাত্র তাকে খেলতে দেখতে চাই, আর কিছু না। তাকে মাঠে দেখতে কে না পছন্দ করে। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।