ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গতিময় ফুটবলে বার্সার করুণ দশা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
গতিময় ফুটবলে বার্সার করুণ দশা! গতিময় ফুটবলে নিজেদের ছায়া হয়ে আছে বার্সা/ছবি: সংগৃহীত

১৬টি দলের মধ্যে একেবারে তলানিতে বার্সেলোনা! ভাবা যায়! ভাবছেন এটা কী করে সম্ভব। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে থাকা দলগুলোর গতিময় ফুটবলের পরিসংখ্যান সে কথাই বলছে। মাঠে বার্সার খেলোয়াড়রাই সবচেয়ে কম দৌড়েছেন।

এবারে আসরে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে বার্সার পার্থক্য ৭৪,৩৩২ মিটার। বোঝাই যাচ্ছে, দ্রুতগতির ফুটবলে কতটা পিছিয়ে কাতালানরা।

টুর্নামেন্টের শুরুর ম্যাচ থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ২৫ হাজার মিটারের চেয়ে এগিয়ে শীর্ষস্থানধারী অ্যাতলেতিকো। এখন পর্যন্ত ৮২১,৪৩৪ মিটার দৌড়ে ঘাম ঝরিয়েছেন দিয়েগো সিমিওনের শিষ্যরা।

ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখনো ১৬টি দল বাকি। আগামী মাসে ফিরতি পর্বে ম্যাচ মাঠে গড়াবে। ৭৬৭,৭৫৩ মি. নিয়ে সপ্তম স্থানে সেভিয়া। ১১ নম্বরে রিয়াল মাদ্রিদ ও তলানিতে বার্সা। দুই স্প্যানিশ জায়ান্টের ‘রানিং স্কোর’ যথাক্রমে ৭৫৬,৬৫০ মি. ও ৭৪৭,১০২ মি.।

প্রসঙ্গত, প্যারিসে গিয়ে শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে লজ্জাজনক হারের শিকার হয় লুইস এনরিকের বার্সা। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে মেসি-নেইমারদের পিএসজি বাধা এড়ানোর পাহাড়সম চ্যালেঞ্জ জয় করতে হবে। ন্যু ক্যাম্পে আগামী ৮ মার্চ (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

জনপ্রিয় স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’য় প্রকাশিত পূর্ণ তালিকা তুলে ধরা হলো:
১। অ্যাতলেতিকো মাদ্রিদ - ৮২১,৪৩৪ মিটার
২। বুরুশিয়া ডর্টমুন্ড - ৭৯৪,৪২৯ মি.
৩। নাপোলি - ৭৯০,৫৭২ মি.
৪। বেনফিকা - ৭৮১,১১০ মি.
৫। বায়ার লেভারকুসেন - ৭৭৫,১৮৫ মি.
৬। জুভেন্টাস - ৭৬৮,০৮১ মি.
৭। সেভিয়া - ৭৬৭,৭৫৩ মি.
৮। বায়ার্ন মিউনিখ - ৭৬৫,২৩১ মি.
৯। ম্যানচেস্টার সিটি - ৭৬৪,৩২২ মি.
১০। আর্সেনাল - ৭৫৯,০৫২ মি.
১১। রিয়াল মাদ্রিদ - ৭৫৬,৬৫০ মি.
১২। পিএসজি - ৭৫৬,২৪৫ মি.
১৩। লিচেস্টার সিটি - ৭৫৫,১২৩ মি.
১৪। মোনাকো - ৭৫০,১২৫ মি.
১৫। পোর্তো - ৭৫০,১১১ মি.
১৬। বার্সেলোনা - ৭৪৭,১০২ মি.

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।