২০১৬-১৭ মৌসুমে ধারাবাহিক ব্যর্থতায় শেষ পর্যন্ত কোচের পদ থেকে রানিয়েরিকে সরিয়ে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়নস লিগে সেভিয়ার মাঠে শেষ ষোলোর প্রথম লেগে (২৩ ফেব্রুয়ারি) ২-১ ব্যবধানের হারের পরদিনই এমন ঘোষণা দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
রানিয়েরির পাশে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মরিনহো। ইন্সটাগ্রামে দু’জনের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লেখেন কেউই তার অর্জন মুছে ফেলতে পারবে না, ‘ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ও ফিফা বর্ষসেরা ম্যানেজার। বরখাস্ত। এটাই নতুন ফুটবল ক্লদিও (রানিয়েরি)। হারি ধরে রেখ বন্ধু। তুমি যে ইতিহাস রচনা করেছ কেউই তা মুছে দিতে পারবে না। ’
কোচের দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই লিচেস্টারকে তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ টাইটেল জিতিয়ে রূপকথারই জন্ম দিয়েছিলেন রানিয়েরি। ২০১৬ ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার ওঠে তার হাতে। কিন্তু নতুন মৌসুমে পথ হারায় তারা।
২৫ ম্যাচ শেষে মাত্র পাঁচ জয়ে ২১ পয়েন্ট নিয়ে রেলিগেশন (অবনমন) থেকে মাত্র পয়েন্ট উপরে লিচেস্টার। অবস্থান ১৭তম। মৌসুম শেষ হতে আর ১৩টি ম্যাচ বাকি।
ইংলিশ লিগ কাপের (ক্যাপিটাল ওয়ান কাপ) তৃতীয় রাউন্ডেই (শেষ ৩২) বিদায়ের পর এফ কাপের পঞ্চম রাউন্ড (শেষ ষোলো) থেকে ছিটকে যায় রানিয়েরির শিষ্যরা। সবদিক থেকেই চাপের মুখে ছিলেন তিনি। শেষ পর্যন্ত তার ওপর আস্থা হারালো ক্লাব কর্তৃপক্ষ।
বাংলাদেশস সময়: ১৪২০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম