বেশ কিছুদিন ধরেই বাতাসে জোর গুঞ্জন, ম্যানইউতে সময়টা ভালো যাচ্ছে না ইংলিশদের দলপতি এই তারকার। ম্যানইউ ছাড়ার পথ খুঁজছেন রুনি।
ফেব্রুয়ারি পর্যন্ত চাইনিজ সুপার লিগে খেলোয়াড় কেনার সময় রয়েছে। রুনি জানান, ‘আমি খুবই খুশি যে চাইনিজ ক্লাবগুলো আমাকে নিয়ে ভেবেছিল, প্রস্তাব দিতে চেয়েছিল। চাইনিজ ক্লাবগুলোকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপাতত আমি কোথাও যাচ্ছি না, ম্যানইউতেই থাকছি। ’
ইংলিশ ক্লাব ম্যানইউর নতুন কোচ হোসে মরিনহো আসার পর থেকে রুনিকে নিয়ে আলোচনা উঠে। এরই মধ্যে পল পগবা ও জ্লাতান ইব্রাহিমোভিচ ম্যানইউতে যোগ দিয়ে অনেকটাই বাতিলের খাতায় পড়েন তারকা ফরোয়ার্ড রুনি। গত দুই মাসে ইংলিশ দলটির হয়ে মাত্র তিনটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন রুনি। অধিকাংশ সময়ই তাকে সাইডবেঞ্চে থাকতে হচ্ছে।
রুনি যোগ করেন, ‘আশা করবো দলের পূর্ণ সদস্য হয়েই মাঠে থাকবো। ম্যানইউকে সামনের দিকে রাখতে লড়বো। ক্লাবে আমার সময়টা বেশ ভালোই উপভোগ করি। ’
চীনের চারটি ক্লাব রুনির এজেন্টের সঙ্গে যোগাযোগ করে। আগ্রহী চাইনিজ ক্লাবগুলোর সঙ্গে আলোচনাও করেন রুনির এজেন্ট। ম্যানইউর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনিকে দলে টানতে চীনের ক্লাব তিয়ানজিনের ম্যানেজার ফ্যাবিও ক্যানাভেরা আগ্রহী ছিলেন। গুঞ্জন উঠে ম্যানইউ তারকাকে দলে ভেড়াতে তিন বছরের চুক্তিতে ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে সাংহাই শেনহুয়া। তবে, ম্যানইউর সঙ্গে এখনো দেড় বছরের চুক্তি রয়েছে রুনির।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পিএসজি ছেড়ে হেবেই চায়না ফরচুন ক্লাবে নাম খেলান আর্জেন্টাইন তারকা এজেকুয়েল লাভেজ্জি। কার্লোস তেভেজ ট্রান্সফার ফি’র সব রেকর্ড ভেঙে পাড়ি জমান চীনে। এছাড়া, চীনে পাড়ি দিতে অপেক্ষায় তেভেজ-লাভেজ্জির আর্জেন্টাইন সতীর্থ ডি মারিয়া। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর (২০১০-১৪) কোথাও যেন থিতু হতে পারছেন না ডি মারিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুম কাটানোর পর গত বছর পিএসজিতে পাড়ি জমান তিনি। এখন ফ্রান্স ছেড়ে চীনে উড়াল দেওয়ার গুঞ্জন উঠছে!
এদিকে, ক’দিন আগেই চেলসি অধ্যায়ের ইতি টেনে চাইনিজ ক্লাব সাংহাই এসআইপিজি’কে বেছে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। রামিরেস, জ্যাকসন মার্টিনেজও পাড়ি দিয়েছেন চীনে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি