ছবি: সংগৃহীত
ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় নিয়ে আলোচনা-সমালোচনা কিংবা বিতর্ক, সেটি অনেক পুরোনো। ইতিহাসের সেরা ফুটবলারের মধ্যে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, সেভিয়ার তারকা স্ট্রাইকার স্টিভেন জোভেটিক রোনালদোকে নন, এই বিতর্কে এগিয়ে রাখলেন মেসিকে।
২৭ বছর বয়সী জোভেটিক জানান, মেসিই ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড়।
সেভিয়ার এই তারকার মতে, মেসি সেরা।
অন্য কোনো ফুটবলার তার জায়গায় বসতে পারেনি, পারবে না। কেউ মেসির থেকে সেরা নন। যখন আপনি তার দিকে তাকাবেন, দেখবেন সে সবকিছুই সহজ করে দিয়েছে। সর্বকালের সেরা ফুটবলার তিনিই।
পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন মেসি। তার থেকে বেশি এই পুরস্কার পাননি কেউ। রোনালদো গত বছরের বর্ষসেরা ফুটবলার হয়ে চতুর্থবার এমন পুরস্কার পান।
এ মৌসুমেও দুর্দান্ত খেলা চালিয়ে যাচ্ছেন মেসি। লা লিগার চলমান মৌসুমে ২০ ম্যাচে করেছেন সর্বোচ্চ ১৯ গোল। ২১ ম্যাচে ১৮ গোল করে দ্বিতীয় স্থানে মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ। ১৮ ম্যাচে ১৫ গোল করে তিন নম্বরে অবস্থান করছেন রোনালদো।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।