ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অ্যাওয়ে ম্যাচেও দুর্দান্ত রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
অ্যাওয়ে ম্যাচেও দুর্দান্ত রোনালদো অ্যাওয়ে ম্যাচেও দুর্দান্ত ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

ঘরের ‍মাঠের তুলনায় অ্যাওয়ে ম্যাচে ভালো পারফরম্যান্স মানেই বিশেষ কিছু। স্বাগতিক টিমের বিপক্ষে চ্যালেঞ্জটাও থাকে বেশি। চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠেই যেন বেশি ছন্দে ক্রিস্টিয়ানো রোনালদো! লা লিগায় অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলস্কোরার পর্তুগিজ আইকন।

এখন পর্যন্ত ১০টি গোল করেছেন রোনালদো (সব মিলিয়ে ১৮ ম্যাচে ১৫টি)। এ তালিকায় তার ধারেকাছেও নেই সতীর্থরা।

তিনটি করে করেছেন করিম বেনজেমা ও ইস্কো। গ্যারেথ ও মার্কো এসেনসিও দু’বার করে অ্যাওয়ে গোল উদযাপন করেন।

নিজেকে ছাড়িয়ে যাওয়ার কাছাকাছি সিআর সেভেন। গত মৌসুমে ১৩ বার স্বাগতিকদের জালে বল জড়িয়েছিলেন। ভিয়ারিয়ালের মাঠে ব্যবধানটা আরো কমিয়ে আনার সুযোগ পাচ্ছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী। রোববার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে।

রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে লিগ ম্যাচে ১২২টি অ্যাওয়ে গোল করেছেন ৩২ বছর বয়সী রোনালদো (হোম ম্যাচে ১৫৩টি)।  ২০১১-১২ ও ২০১৪-১৫ মৌসুমে ছিলেন সবচেয়ে উজ্জ্বল। দু’বারই ২৩টি গোল করে প্রমাণ করেছেন হোম ভেন্যুর বাইরেও কম যান না!

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।