লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ম্যানইউ ও সাউদাম্পটন। ৮৫ হাজারেরও বেশি দর্শকের সামনে দারুণ এক ম্যাচ শুরু হয়।
ম্যাচের ১৯ মিনিটেই লিড নেয় রেড ডেভিলসরা। দুর্দান্ত ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন প্যারিস সেন্ট জার্মেইর সাবেক তারকা ইব্রা। আর ৩৮ মিনিটে মার্কোস রোহোর অ্যাসিস্টে লিড দিগুণ করেন লিংগার্ড। তবে বিপক্ষে ফুটবলার গাব্বিয়াদিনি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করলে ২-১ ব্যবধানে বিরতিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরে সাউদাম্পটন। গোল করে ইতালিয়ান তারকা গাব্বিয়াদিনিই। দলকে সমতা রাখার পাশাপাশি নিজের জোড়া গোলও পূর্ণ করেন তিনি।
ম্যাচটি যখন সমতায় শেষ হচ্ছিল, ঠিক সে সময় ম্যাজিক দেখান ইব্রা। আন্দ্রে হেরেরার পাসে অসাধারণ এক গোল করে ফের লিড নেন। আর এই লিডই শেষ পর্যন্ত জয়ের কারণ হয়। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে শিরোপা উদযাপন করে মরিনহো শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস