ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ফুটবল

বার্সায় এনরিকের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বার্সায় এনরিকের সেঞ্চুরি বার্সার কোচ হিসেবে একশ’ লিগ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন লুইস এনরিক/ছবি: সংগৃহীত

লা লিগায় বার্সেলোনার কোচ হিসেবে ম্যাচের ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন লুইস এনরিক। মাইলফলক গড়ার দিনে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বার্সার জার্সিতে ৪০০তম জয়ের রেকর্ড গড়েন লিওনেল মেসি।

২০১৪ সালে সাবেক ক্লাবের দায়িত্ব কাঁধে নেন এনরিক। তার অধীনে টানা তিন মৌসুমেই লিগ শিরোপায় চোখ রাখছে কাতালানরা।

একশ’ ম্যাচের মধ্যে ৭৫টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের শিষ্যরা। ১৪ ড্র ও ১১ ম্যাচে হার মানতে হয়।

...সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬৩ ম্যাচে বার্সাকে কোচিং করিয়েছেন এনরিক। তার মধ্যে রেকর্ড ১২৪টিতে জয় আসে। ২১ ড্র ও ১৮ ম্যাচে হার সঙ্গী হয়। আটটি শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা। দু’টি লা লিগা, দু’টি কোপা দেল রে, একটি করে চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ডকাপ।

বার্সার মূল দলের আগে তিন মৌসুম (২০০৮-১১) ‘বি’ টিমকে কোচিং করিয়েছিলেন ৪৬ বছর বয়সী এনরিক। রোমা, সেল্টা ভিগোতে এক মৌসুম করে কাটিয়ে কোচ হিসেবে ন্যু ক্যাম্পে প্রত্যাবর্তন হয়। খেলোয়াড়ী জীবনে আট মৌসুম (১৯৯৬-২০০৪) বার্সার হয়ে খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।