বার্সার ৭৩ বছরের রেকর্ডে ভাগ বসালো রিয়াল/ছবি: সংগৃহীত
বার্সেলোনার ৭৩ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছে রিয়াল মাদ্রিদ। পরবর্তী ম্যাচে গোল পেলেই চিরপ্রতিদ্বন্দ্বিদের ছাড়িয়ে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা। ভিয়ারিয়ালের মাঠে ৩-২ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে টানা ৪৪টি অফিসিয়াল ম্যাচে গোলস্কোরের মাইলফলক স্পর্শ করে গ্যালাকটিকোরা।
১৯৪২ থেকে ১৯৪৪ এ সময়ে টানা গোল করার রেকর্ড গড়েছিল বার্সা। দীর্ঘ সময় পর সেটিই এখন হুমকির মুখে! ঘরের মাঠে লাস পালমাসের জালে বল পাঠালেই নতুন ইতিহাসের জন্ম দেবে লস ব্লাঙ্কসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় বুধবার (১ মার্চ) দিবাগত রাত আড়াইটায় লিগ ম্যাচটি শুরু হবে।
সবশেষ গত বছরের এপ্রিলে গোলহীন অভিজ্ঞতার শিকার হয় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আর গোলস্কোর থামায়নি স্প্যানিশ জায়ান্টরা।
গত মৌসুমের শেষ পাঁচ ম্যাচে গোল করে এ যাত্রা শুরু করেছিল রিয়াল। বাকি ৩৯টি ম্যাচ ২০১৬-১৭ মৌসুমের। এবার রোনালদো-বেল-বেনজেমাদের সামনে সংখ্যাটা বাড়িয়ে অনন্য রেকর্ড গড়ার হাতছানি!
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।