গত বছর ম্যানইউর সাবেক তারকাদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল। কিন্তু, ইউরোর জন্য তা স্থগিত করা হয়।
স্পেন লেগের চ্যারিটি ম্যাচ থেকে আয়কৃত অর্থ যাবে এফসি বার্সেলোনা ফাউন্ডেশনে। যা দিয়ে প্রাথমিকভাবে শিশুদের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে সাহায্য করা হবে। এদিকে, খুব শিগগিরই আরো ম্যাচ সূচি ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।
দ্বিতীয়বারের মতো বার্সা লিজেন্ড টিম খেলতে যাচ্ছে। কুয়েরেতারোতে গত বছরের এপ্রিলে মেক্সিকোর সাবেক তারকাদের নিয়ে গড়া টিমের বিপক্ষে অভিষেক হয়েছিল। সাবেক বার্সা তারকা হোসে মারি বাকেরোর অধীনে রোনাল্দ ডি বোয়ের, এডমিলসন, ভিতোর বাইয়া ও রিস্তো স্টইচকোভের মতো কাতালানদের সাবেক উজ্জ্বল খেলোয়াড়রা একাদশে ছিলেন।
বার্সার প্রত্যাশা, তাদের লিজেন্ড টিম অনেক ফুটবলারদের জন্য সম্মান বয়ে আনতে পারবেন যারা বছরের পর বছর ধরে ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন এবং বার্সার নাম ও সাবেক খেলোয়াড়দের মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম