ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

হোম ভেন্যুতে দুর্দান্ত গতিতে ছুটছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
হোম ভেন্যুতে দুর্দান্ত গতিতে ছুটছে রিয়াল হোম ভেন্যুতে দুর্দান্ত গতিতে ছুটছে রিয়াল মাদ্রিদ/ছবি: সংগৃহীত

লা লিগায় ঘরের মাঠে এক বছর আগে হারের স্বাদ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর থেকেই সান্তিয়াগো বার্নাব্যুতে অজেয় গ্যালাকটিকোরা। এবার পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্যে লস ব্লাঙ্কসদের সামনে লাস পালমাস।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও হালকা করে দেখার সুযোগ নেই! পালমাসের মাঠেই মৌসুমের প্রথম দেখায় ২-২ গোলের ড্রয়ে হোঁচট খায় জিনেজিন জিদানের শিষ্যরা। তাই বেল-বেনজেমা-রোনালদোদের সামনে ম্যাচটি চ্যালেঞ্জেরও বটে।

খেলা শুরু বুধবার (১ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায়।

টানা দু’টি অ্যাওয়ে ম্যাচ পর ঘরের মাঠে ফিরছে রিয়াল। ভিয়ারিয়াল ম্যাচে হার এড়ানোর (৩-২) আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের লজ্জায় ডোবে।

হোম ভেন্যুতে রিয়ালের সামনে টানা ১৮ ম্যাচে অপরাজেয় থাকার হাতছানি! শেষ আটটি ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। গত বছর নিজেদের দর্শকদের সামনে হারের পর এখন পর্যন্ত ১৫টি জয় ও দুই ম্যাচ ড্র করে তারা।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জও অপেক্ষা করছে। দু’ঘণ্টা আগে ন্যু ক্যাম্পে স্পোর্টিং গিজনের বিপক্ষে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। পয়েন্ট টেবিলে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। এক পয়েন্ট এগিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ৫২। সাত পয়েন্ট পিছিয়ে চার নম্বরে অ্যাতলেতিকো।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।