ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

দুই ম্যাচ নিষিদ্ধ রিয়াল তারকা বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
দুই ম্যাচ নিষিদ্ধ রিয়াল তারকা বেল ছবি: সংগৃহীত

দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার গ্যারেথ বেল। ফলে, এইবার ও রিয়াল বেতিসের বিপক্ষে জিনেদিন জিদান পাচ্ছেন না ওয়েলস তারকা বেলকে।

লা লিগার গত ম্যাচে লাস পালমাসের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বেল। ম্যাচের ৪৭তম মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ।

লা লিগায় আজ রাতে এইবার ও ১২ মার্চ রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে থাকতে পারছেন না বেল।

অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বেলকে লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। লাস পালমাসের বিপক্ষে ম্যাচের ৪৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের জোনাথান ভিয়েরাকে পেছন থেকে বাজেভাবে ট্যাকল করেন বেল। প্রথমে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু রিয়াল তারকা মেজাজ হারিয়ে ধাক্কা দেন ভিয়েরাকে। ফলে, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

ছবি: সংগৃহীতওই ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি বেলকে ৬০০ ইউরো জরিমানাও করছে স্প্যানিশ ফুটবল। এছাড়া, রিয়ালকেও জরিমানা করা হয়েছে ৭০০ ইউরো।  

গোঁড়ালির ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে গত ১৮ ফেব্রুয়ারি এসপানিওলের বিপক্ষে মাঠে ফিরেছিলেন বেল। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ২০ ম্যাচে ৯ গোল করেছেন বেল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ০৪ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।