প্যারিসে অনুষ্ঠিত শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর টানা চারটি লিগ ম্যাচ জিতে ছন্দে ফিরেছে লুইস এনরিকের শিষ্যরা। কাতালানদের সামনে পিএসজি বাধা টপকানোর পাহাড়সহ চ্যালেঞ্জ।
কোয়ার্টার ফাইনালে উঠতে হলে জিততে হবে ৫-০ গোলে। ৪-০ ব্যবধানে নির্ধারিত সময় পার করতে পারলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। এমন একটি ম্যাচের আগে ন্যু ক্যাম্পে টানা দু’টি লিগ ম্যাচেই বড় ব্যবধানে জয় উদযাপন করেছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। পিএসজির বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ মাঠে গড়াবে আগামী ৮ মার্চ (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।
সবশেষ দুই ম্যাচেই গোল পেয়েছেন নেইমার। সেল্টা ভিগোর বিপক্ষে (৫-০) দর্শনীয় চিপে বল জালে পাঠান। বার্সার পারফরম্যান্স নিয়ে তার ভাষ্য, ‘আমরা যেভাবে খেলেছি তাতে জয় নিয়ে আমি খুশি। নিজেদেরকে আত্মবিশ্বাস নিয়ে উপরের লেভেলে দেখেছি। ’
ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছেন নেইমার, ‘বুধবারের ম্যাচটিতে আমরা অবশ্যই ভালো খেলবো। পিএসজির বিপক্ষে দ্রুতগতির ফুটবল ও লড়াই করবো। তারপর আমরা দেখবো কী ঘটেছে। এটা আসলেই গুরুত্বপূর্ণ যে, আমাদের ছন্দ ও আত্মবিশ্বাস ভালো পর্যায়ে রয়েছে। আমরা নিজেদের খেলাটাই খেলবো এবং মাঠে কোনো চাপ না নিয়ে খুশী থাকবো। এটাই বার্সার দর্শন। ’
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৭
এমআরএম