ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজিকে বার্সার আগাম হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
পিএসজিকে বার্সার আগাম হুমকি পিএসজিকে বার্সার আগাম হুমকি/ছবি: সংগৃহীত

পিএসজির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে বার্সেলোনার প্রস্তুতিটা হলো দুর্দান্ত। লা লিগায় সবশেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১১ বার গোল উৎসব করেছে কাতালানরা। চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচ সামনে রেখে দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ বার্সার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।

প্যারিসে অনুষ্ঠিত শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর টানা চারটি লিগ ম্যাচ জিতে ছন্দে ফিরেছে লুইস এনরিকের শিষ্যরা। কাতালানদের সামনে পিএসজি বাধা টপকানোর পাহাড়সহ চ্যালেঞ্জ।

কোয়ার্টার ফাইনালে উঠতে হলে জিততে হবে ৫-০ গোলে। ৪-০ ব্যবধানে নির্ধারিত সময় পার করতে পারলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। এমন একটি ম্যাচের আগে ন্যু ক্যাম্পে টানা দু’টি লিগ ম্যাচেই বড় ব্যবধানে জয় উদযাপন করেছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। পিএসজির বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ মাঠে গড়াবে আগামী ৮ মার্চ (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

সবশেষ দুই ম্যাচেই গোল পেয়েছেন নেইমার। সেল্টা ভিগোর বিপক্ষে (৫-০) দর্শনীয় চিপে বল জালে পাঠান। বার্সার পারফরম্যান্স নিয়ে তার ভাষ্য, ‘আমরা যেভাবে খেলেছি তাতে জয় নিয়ে আমি খুশি। নিজেদেরকে আত্মবিশ্বাস নিয়ে উপরের লেভেলে দেখেছি। ’

ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছেন নেইমার, ‘বুধবারের ম্যাচটিতে আমরা অবশ্যই ভালো খেলবো। পিএসজির বিপক্ষে দ্রুতগতির ফুটবল ও লড়াই করবো। তারপর আমরা দেখবো কী ঘটেছে। এটা আসলেই গুরুত্বপূর্ণ যে, আমাদের ছন্দ ও আত্মবিশ্বাস ভালো পর্যায়ে রয়েছে। আমরা নিজেদের খেলাটাই খেলবো এবং মাঠে কোনো চাপ না নিয়ে খুশী থাকবো। এটাই বার্সার দর্শন। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।