ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

ফিরতি লেগেও বিকেএসপির বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ফিরতি লেগেও বিকেএসপির বড় জয় ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির নবনির্মিত সিনথেটিক ফুটবল মাঠে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৭ এর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক প্রতিযোগিতার ফিরতি লেগে বিকেএসপি ৬-০ গোলের ব্যবধানে যশোর শিক্ষা বোর্ডকে পরাজিত করে আঞ্চলিক পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

প্রথমার্ধে মিরাজের দেয়া গোলে ১-০ তে লিড নেয় বিকেএসপি। দ্বিতীয়ার্ধে বিকেএসপি আরও সুসংগঠিত ও পরিকল্পিত খেলে প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে।

৬-০ গোলের ব্যবধানে খেলা শেষ করে মাঠ ছাড়ে দলটি।

মিরাজ আগের ম্যাচের মতো এ ম্যাচেও হ্যাটট্রিক সহ ৪টি গোল করেন। অপর ২টি গোল করেন আরাফাত ও মার্কনী।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। এ সময় তার সাথে ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) এবি এম রুহুল আজাদ, মন্ত্রণালয়ের ডি এস সরদার মো: সোয়েব, কলেজের অধ্যক্ষ লে: কর্নেল মো: ইমরান ইবনে এ রউফ ও উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু। বিকেএসপি দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন উজ্জ্বল চক্রবর্তী ও কোচের দায়িত্বে ছিলেন পরিতোষ দেওয়ান।

উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।