ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

সিটির জয়ে আগুয়েরোর গোল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
সিটির জয়ে আগুয়েরোর গোল ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেল ম্যানচেস্টার সিটি। দলের হয়ে একটি করে গোল করেন সার্জিও আগুয়েরো ও লিরয় সেন। এ জয়ের ফলে শিরোপা জয়ের মিশনে ভালোভাবেই টিকে রইল পেপ গার্দিওলার শিষ্যরা।

রোববার রাতে ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে আতিথিয়েতা নিতে যায় সিটি। আর ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে জয় তুলে নেয়।

এদিন লিড নিতে অবশ্য সফরকারীদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ম্যাচের ৪২ মিনিটে ইয়াইয়া তোরের পাস থেকে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। পরে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডেভিড সিলভার সহায়তায় দলের জয় নিশ্চিত করেন সেন।

এ জয়ের ফলে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে সিটিজেনরা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহাম।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।