ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনাল ছাড়ছেন সানচেজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
আর্সেনাল ছাড়ছেন সানচেজ! চলতি মৌসুম শেষেই আর্সেনাল অধ্যায়ের ইতি টানতে পারেন আলেক্সিস সানচেজ/ছবি: সংগৃহীত

আর্সেনালে সময়টা ভালো যাচ্ছে না আলেক্সিস সানচেজের। চলতি মৌসুম শেষেই চিলিয়ান ফরোয়ার্ডের ক্লাব ছাড়ার গুঞ্জন উঠছে। সবশেষ লিভারপুলের মাঠে ৩-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে তাকে শুরুর একাদশের বাইরে রেখে সবাইকে অবাক করেন কোচ আর্সেন ওয়েঙ্গার।

এমিরেটস স্টেডিয়ামে ২৮ বছর বয়সী সানচেজের চুক্তি নবায়নেও অচলাবস্থা। জানা যায়, সাবেক বার্সেলোনা তারকার মনোভাবেই স্পষ্ট তিনি আর্সেনাল ছাড়তে চান! এজন্যই নাকি দলের স্বার্থে তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখা হয়।

আসছে সামার ট্রান্সফার উইন্ডোতে সানচেজকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

ইংলিশ দৈনিক ‘ডেইলি মিরর’ বলছে, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে সানচেজের ‘স্বার্থপর’ পারফরম্যান্সে ক্ষুব্ধ ছিলেন ওয়েঙ্গার। এরপর অনুশীলনেও তা অব্যাহত থাকে। তার আচরণ ও কাজের হার প্রশ্নবিদ্ধ হয়। তাকে সামলানো ক্রমেই কঠিন হয়ে পড়ে।

২০১৪ সালে বার্সা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান সানচেজ। গানারদের জার্সিতে এখন পর্যন্ত ১৩০ ম্যাচে ৬২টি গোল করেছেন (প্রিমিয়ার লিগে ৯১ ম্যাচে ৪৬)।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।