ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

নাপোলির বিপক্ষে ফিরছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
নাপোলির বিপক্ষে ফিরছেন রোনালদো নাপোলির বিপক্ষে ফিরছেন রোনালদো/ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো। ট্রেনিং সেশনে দলের সঙ্গে অনুশীলন করেন রিয়াল মাদ্রিদ আইকন। বল নিয়ে বেশ ছন্দে থেকেই নিজেকে ঝালিয়ে নেন সিআর সেভেন।

...

পেশীর সমস্যার কারণে সবশেষ লিগ ম্যাচে (এইবারের বিপক্ষে) দলের বাইরে থাকেন রোনালদো। নাপোলি ম্যাচ নিয়েও একটা শঙ্কা জাগে।

তবে রিয়াল সমর্থকদের জন্য সুখবর, খেলার জন্য ফিট পর্তুগিজ অধিনায়ক।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখে গ্যালাকটিকোরা। গত ১৬ ফেব্রুয়ারির ম্যাচটিতে গোল তিনটি করেন করিম বেনজেমা, টনি ক্রুস ও ক্যাসেমিরো। ঘরের মাঠে জালের দেখা পাননি রোনালদো।

মঙ্গলবার (৭ মার্চ) ফিরতি পর্বের খেলা মাঠে গড়াবে। সাও পাওলো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। রিয়ালের নির্ভার থাকার সুযোগ নেই! নাপোলি ২-০ গোলে নির্ধারিত সময় পার করতে পারলেই অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ আটে পৌঁছে যাবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।