ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

দিনাজপুরে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
দিনাজপুরে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু দিনাজপুরে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু-ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে রংপুর বিভাগীয় অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম।

পরে প্রধান অতিথি দিনের প্রথম খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় সময় উপস্থিত ছিলেন- জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গোলাম নবী দুলাল, দিনাজপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব প্রমুখ।

প্রতিযোগিতায় রংপুর বিভাগের মোট আটটি দল অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।