ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

২০২১ পর্যন্ত বার্সায় ক্রোয়েশিয়ান তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
২০২১ পর্যন্ত বার্সায় ক্রোয়েশিয়ান তারকা ইভান রাকিটিচ-ছবি:সংগৃহীত

বার্সেলোনার সঙ্গে আরও চার বছরের চুক্তি নবায়ন করলেন মিডফিল্ডার ইভান রাকিটিচ। ফলে ক্যাম্প ন্যু’তে ২০২১ পর্যন্ত থাকছেন তিনি। এর আগে ২০১৪ সালে কাতালান ক্লাবটিতে নিজের নাম লেখান ক্রোয়েশিয়ান তারকা।

নতুন এই চুক্তির ফলে রাকিটিচের ‘বাইআউট ক্লজ’ মূল্য দাঁড়ালো ১০৯ মিলিয়ন পাউন্ড। তারকা এ ফুটবলারকে কেউ পেতে চাইলে বড় অঙ্কই খসাতে হবে।

চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়ে বার্সার জয়ের ২৪ ঘণ্টা পরই নতুন চুক্তি করলেন রাকিটিচ। ইউরোপোর সর্বোচ্চ এ লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মেইকে ৬-১ গোলে হারায় মেসি-নেইমাররা। প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থাকায় এ ম্যাচে ইতিহাস গড়াই ছিল লুইস এনরিক শিষ্যদের একমাত্র সম্বল।

রাকিটিচ গত তিন বছরে বার্সার হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন। যেখানে দলের প্রয়োজনে ২৩টি গোলও করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।