ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

দিবালা জেতালেন জুভেন্টাসকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
দিবালা জেতালেন জুভেন্টাসকে ছবি:সংগৃহীত

পাওলো দিবালার শেষ মিনিটের পেনাল্টি গোলে এসি মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লো জুভেন্টাস। দলের হয়ে অন্য গোলটি করেন মেহদি বেনাতাই। আর মিলানের হয়ে একমাত্র গোলটি করেন কার্লোস বাক্কা।

ইতালিয়ান সিরিআ লিগের ম্যাচে ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মিলানকে আতিথিয়েতা জানায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

এদিন গোলের শুরুটা অবশ্য জুভিরাই করে।

দানি আলভেজের পাস থেকে ম্যাচের ৩০ মিনিটে গোলটি করেন মরক্কোর ডিফেন্ডার বেনাতাই। তবে ৪৩ মিনিটে বাক্কার গোলে সমতা পায় মিলান।

দ্বিতীয়ার্ধে দু’দল কোনো গোলের দেখা পায়নি। ম্যাচে চলে যায় ইনজুরি সময়ে। এ সময় খেলার ৯৩ মিনিটে মিলান ফুটবলার হোসে সোসা লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। ফলে দশ জনের দলে পরিণত হয় মিলান। আর ৯৭ মিনিটে পেনাল্টি পেলে তা থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি আর্জেন্টাইন তরুণ সেনসেশন দিবালা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। আর এ জয়ের ফলে ২৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে আছে মিলান।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।