ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

জয় পেয়েছে সাতক্ষীরা ও মাগুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
জয় পেয়েছে সাতক্ষীরা ও মাগুরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জঃ গোপালগঞ্জে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশিপে আঞ্চলিক পর্বের খেলায় জয় লাভ করেছে সাতক্ষীরা ও মাগুরা জেলা দল।

শনিবার (১১ মার্চ) দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা ও নড়াইল জেলা দল। সাতক্ষীরা জেলা দল আক্রমণাত্মক ফুটবল খেলে ৬টি গোল করে।

নড়াইল ১টি গোল করে পরাজয়ের ব্যবধান কমায় মাত্র। খেলায় সাতক্ষীরা ৬-১ গোলে নড়াইল জেলাকে পরাজিত করে মাঠ ছাড়ে।

একই মাঠে দিনের অপর খেলায় মুখোমুখি হয় খুলনা ও মাগুরা জেলা দল। খেলায় মাগুরা জেলা দল খুলনা জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে।

বাংলাদেশ সময়: ২০২০, মার্চ ১১, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।