ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আবারও বায়ার্নের সামনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আবারও বায়ার্নের সামনে আর্সেনাল আবারও বায়ার্নের সামনে আর্সেনাল/ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের কাছে ১০-২ অ্যাগ্রিগেটে বিধ্বস্ত হওয়ার দুঃস্মৃতি দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে আর্সেনালকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই ৫-১ গোলের লজ্জায় ডোবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। সেই বায়ার্নের বিপক্ষেই আবারো মাঠে নামতে যাচ্ছে ইংলিশ জায়ান্টরা।

আগামী ১৯ জুলাই চীনের সাংহাইয়ে জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। তিনদিন পর বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে চেলসির মুখোমুখি হবে গানাররা।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে আর্সেনালের প্রধান নির্বাহী ইভান গাজিদিস বলেন, ‘আমাদের চাইনিজ সমর্থদের জন্য এমন ম্যাচ বিশেষ কিছু। চীনে আমাদের চমৎকার ফলোয়ার রয়েছে। সামারে সেখানে আমরা দু’টি ম্যাচ খেলবো। নতুন মৌসুমের জন্য নিজেদের তৈরি করতে এটি বড় ভূমিকা রাখবে। ’

...ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি। কিন্তু, আর্সেনালের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত। ১৩ জুলাই সিডনি ও দু’দিন পর ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় অনুয়ায়ী ম্যাচ দু’টি শুরু হবে যথাক্রমে সন্ধ্যা ৭টা ও বিকেল ৪টায়।

আর্সেনাল তাদের ২০১৭-১৮ মৌসুমে প্রস্তুতি শেষ করবে এমিরেটস কাপ দিয়ে। যেটি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ জুলাই।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।