ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বাভারিয়ানদের মুখোমুখি চেলসি-ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
বাভারিয়ানদের মুখোমুখি চেলসি-ইন্টার ছবি: সংগৃহীত

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসি আর ইতালিয়ান ফেভারিট ইন্টার মিলান। আগামী প্রাক মৌসুমে বাভারিয়ানদের মুখোমুখি হবে চেলসি-ইন্টার।

আগামী ১৯ জুলাই চীনের সাংহাইয়ে জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্সেনাল। চীন থেকে সিঙ্গাপুরে উড়াল দেবে বায়ার্ন।

২৫ জুলাই সিঙ্গাপুরে চেলসির মুখোমুখি হবে বাভারিয়ানরা। এর দুই দিন পর ইন্টার মিলানের বিপক্ষে লড়বে বায়ার্ন।

ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, আমরা এশিয়ার নিজেদের সমর্থকদের বাড়াতে চাইছি। আন্তর্জাতিক ব্রান্ড হিসেবে আমরা বিশ্বে পরিচিতি পেতে চাই। ইউরোপিয়ান ক্লাব হলেও আমাদের এশিয়ায় সমর্থক ১৩৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এটা দ্রুতই আরও বৃদ্ধি করতে চায় ক্লাব।

এর আগে ২০১২ সালে ও ২০১৫ সালে এশিয়া সফরে এসেছিল জার্মান ক্লাবটি। এবারের প্রাক-মৌসুমের সব গুলো ম্যাচ চীন আর সিঙ্গাপুরে খেলতে আগ্রহী বায়ার্ন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।