ফুটবলে আসক্তি নেই থিয়াগোর, এমনটি জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টাইন আইকন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক আরও জানান, একটি বিশেষ কারণে ফুটবলের মাঠে হাজির হয় থিয়াগো।
বার্সার ম্যাচে থিয়াগোকে নিয়মিত দেখা যাবার কারণ জানাতে মেসি বলেন, ‘আমার বড় ছেলে থিয়াগো ফুটবল খুব একটা পছন্দ করে না। সে মাঠে আসে অন্য একটি কারণে। সে মাঠে আসে মূলত লুইস সুয়ারেজের ছেলে বেঞ্জামিনের জন্য। তাদের দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর বন্ধুত্বের টানেই মাঠে যায় থিয়াগো। ’
মেসি আরও জানান, ‘সুয়ারেজের ছেলে দিন-রাত ফুটবল নিয়েই থাকে। থিয়াগো তার সহপাঠীদের জন্যও মাঠে যায়। তারা ফুটবল পছন্দ করে, কিন্তু থিয়াগো সেটি করে না। সে মাঠে যায় বন্ধুদের জন্য। ’
বার্সার ফুটবল একাডেমিতে থিয়াগোকে ভর্তি করিয়েছেন মেসি। সুয়ারেজও তার ছেলে বেঞ্জামিনকে সেখানে ভর্তি করিয়েছেন। মেসি যোগ করেন, ‘থিয়াগো কিন্তু সুয়ারেজের ছেলের মতো নয়। বেঞ্জামিনের দিনটাই শুরু হয় ফুটবল দিয়ে। অথচ থিয়াগোর ফুটবলে কোনো মন নেই। ’
থিয়াগোর ফুটবল পছন্দ না হলেও তাতে কোনো আক্ষেপ নেই মেসির। সাফ জানিয়ে দিয়েছেন, বড় হয়ে ছেলে যা হতে চাইবে, তাতেই তার সম্মতি থাকবে।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এমআরপি