ভবিষ্যতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন নেইমার। এই লিগে বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি জোর দিয়েছেন তিনি।
এক সাক্ষাতকারে নেইমার বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ এমন একটা চ্যাম্পিয়নসশিপ, যা আমাকে বিস্মিত করে। আমার সেখানকার খেলার ধরন ও দলগুলোকে পছন্দ হয়েছে। আর কে জানে কোনো একদিন হয়তো আমি সেখানে খেলবো?’
তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল ও লিভারপুলের মতো দলগুলোকে আমার ভালো লাগে। এই দলগুলো সব সময়ই লড়াই করে। আর সেখানে মরিনহো ও গার্দিওলার মতো বড় মাপের কোচ আছে। এমন কোচের সঙ্গে যে কোনো ফুটবলারই থাকতে চাইবে। ’
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল করেছেন নেইমার। সর্বশেষ পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতিহাস রচনা করে বার্সা। সে ম্যাচে দুটি গোল করার পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমএমএস