ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউ ছাড়লেন শোয়েনস্টেইগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ম্যানইউ ছাড়লেন শোয়েনস্টেইগার ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়ের ইতি টানলেন বাস্তিয়ান শোয়েনস্টেইগার/ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়ের ইতি টানলেন বাস্তিয়ান শোয়েনস্টেইগার। আমেরিকান সকার ক্লাব শিকাগো ফায়ারের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন বিশ্বকাপ জয়ী জার্মান আইকন। তার দলবদলে এরই মধ্যে সম্মতি জানিয়েছে ম্যানইউ।

শোয়েনস্টেইগারের ওল্ড ট্রাফোর্ড ছাড়াটা অনুমিতই ছিল! ২০১৫ সালের জুলাইয়ে শৈশবের ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে তিন বছরের চুক্তিতে ইংল্যান্ডে পাড়ি জমান। কিন্তু, রেড ডেভিলসদের জার্সিতে নিয়মিত হতে ব্যর্থ তিনি।

লুইস ফন গালের ইচ্ছাতেই তার ম্যানইউতে আসা। ডাচ কোচ বরখাস্ত হওয়ার পর চলতি মৌসুমে হোসে মরিনহোকে নিয়োগ দেয় ইংলিশ জায়ান্টরা। মরিনহোর অধীনে এক প্রকার দলে ভ্রাত্য ৩২ বছর বয়সী শোয়েনস্টেইগার।

আগের মৌসুমে সব মিলিয়ে ৩১টি ম্যাচ খেললেও এবার মাত্র চার ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। শেষ পর্যন্ত ম্যানইউ ছেড়ে আমেরিকায় থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক সময়ের তারকা মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।