ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালকে ‘না’ বললেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
রিয়ালকে ‘না’ বললেন কোর্তোয়া থিবো কোর্তোয়া/ছবি: সংগৃহীত

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর গুজব উড়িয়ে দিয়েছেন চেলসির বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। কেইলর নাভাসের ফর্মহীনতায় তার বিকল্প খুঁজছে স্প্যানিশ জায়ান্টরা।

স্প্যানিশ ফুটবলের অভিজ্ঞতা রয়েছে ২৪ বছর বয়সী কোর্তোয়ার। ধারের চুক্তিতে তিন মৌসুম (২০১১-১৪) খেলেছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদে।

চেলসিতে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আরও দু’বছর বাকি। রিয়ালে পাড়ি জমানোর কোনো ইচ্ছাই তার নেই।

এক সাক্ষাৎকারে স্পেনের রাজধানী মাদ্রিদে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে স্পষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করেন কোর্তোয়া বলেন, ‘চেলসিতে আমার চুক্তির মেয়াদ দু’বছর বাকি। লন্ডনে সুখে আছি। এখানে দীর্ঘ ক্যারিয়ার দেখছি। ’

ব্লুজদের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে কোর্তোয়ার ভাষ্য, ‘চুক্তি নবায়ন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এখন আমরা প্রিমিয়ার লিগ জয়ে মনোযোগ দিচ্ছি। ’ প্রসঙ্গত, ১০ পয়েন্টের লিড নিয়ে লিগ শিরোপার পথে ছুটছে চেলসি (২৮ ম্যাচে ৬৯)।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।