ইতোমধ্যেই এবারের আসরের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো ইংল্যান্ডের বাইরে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউ ও ম্যানসিটি।
আগামী ২০ জুলাই হোসে মরিনহোর ম্যানইউকে চ্যালেঞ্জ জানাবে পেপ গার্দিওলার ম্যানসিটি। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ২৯ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল-বার্সা।
এদিকে, ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস, রোমা ও টটেনহাম আট দলের প্রাক মৌসুম টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে।
এক নজরে পূর্ণ সূচি:
জুলাই ১৯: পিএসজি-রোমা
জুলাই ২০: ম্যানইউ-ম্যানসিটি
জুলাই ২২: বার্সেলোনা-জুভেন্টাস
জুলাই ২২: টটেনহাম-পিএসজি
জুলাই ২৩: ম্যানইউ-রিয়াল মাদ্রিদ
জুলাই ২৫: টটেনহাম-রোমা
জুলাই ২৬: ম্যানইউ-বার্সেলোনা
জুলাই ২৬: পিএসজি-জুভেন্টাস
জুলাই ২৬: রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি
জুলাই ২৯: ম্যানসিটি-টটেনহাম
জুলাই ২৯: রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা
জুলাই ৩০: জুভেন্টাস-রোমা
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমআরএম