ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রিয়াল-বার্সার টানে জুভেন্টাস ছাড়ছেন দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
রিয়াল-বার্সার টানে জুভেন্টাস ছাড়ছেন দিবালা পাওলো দিবালা/ছবি: সংগৃহীত

জুভেন্টাস থেকে পাওলো দিবালাকে দলে ভেড়ানোর রেসে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি এরই মধ্যে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জানিয়ে দিয়েছেন, রিয়াল বা বার্সায় নাম লেখাতে ক্লাব ছাড়তে চান।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্ডো দেপোর্তিভো’ বলছে, জুভেন্টাস ছেড়ে প্রিমিয়ার লিগে পাড়ি জমানোর চেয়ে নিজের সম্ভাবনা উপলব্ধি করে দিবালাকে অবশ্যই লা লিগায় যোগ দিতে হবে। ইতোমধ্যেই তার প্রতিনিধির সঙ্গে কয়েক দফা কথা বলেছে বার্সা।

এমনকি নেইমারের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তির পরও দিবালাকে পেতে আগ্রহী কাতালানরা।

সূত্রমতে, বার্সায় নাম লেখালে দিবালার ‘এমএসএন’ ক্রয়ীর (মেসি-সুয়ারেজ-নেইমার) ছায়া হয়ে থাকার শঙ্কা থাকবে! আক্রমণভাগে হবেন ক্লাবের চতুর্থ তারকা।

সে যাই হোক, বার্সা অপেক্ষা ২৩ বছর বয়সী দিবালার প্রথম পছন্দ রিয়াল। গ্যালাকটিকোদের নাকি ইঙ্গিত দিয়ে রেখেছেন, জুভেন্টাস ছাড়লে মাদ্রিদে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।