প্রয়াত কস্তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বার্সা। একই সঙ্গে ক্লাবের সকল সদস্য, সমর্থক ও ওয়ার্ল্ড ফুটবলের সঙ্গে এই বেদনার মুহূর্ত ভাগাভাগি করেছে।
কস্তা ছিলেন ক্লাবের প্রবীণতম জীবিত প্রেসিডেন্ট। তার অধীনে ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফকে দলে ভেড়ায় বার্সা। ১৯৭৩-৭৪ মৌসুমে ১৪ বছর পর লিগ শিরোপার দেখা পায় কাতালানরা।
বার্সার ৩৩তম প্রেসিডেন্ট ছিলেন কস্তা। তিনি অগাস্টি মোন্টাল গালোবার্টের সন্তান, যিনিও ক্লাব প্রেসিডেন্টের (১৯৪৬-৫২) দায়িত্ব পালন করেছিলেন। ক্লাবের ইতিহাসে এটাই একমাত্র উদাহরণ যে, বাবা ও ছেলে প্রেসিডেন্ট হওয়ার সম্মান অর্জন করেন।
কস্তা ছিলেন একজন পুরোদস্তর ভদ্র মানুষ। সমর্থক ও সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেন। দ্বন্দ্ব বিবাদ থেকে দূরে থাকতেন। বলেছিলেন, ‘আমি হাসতে ও মানুষকে হাসাতে চেষ্টা করি। ’
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমআরএম